ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৩:১০, ২৯ অক্টোবর ২০১৬

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার দড়িচর লক্ষ্মিপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজনে কুপিয়ে খুন করেছেন আজাদ শরীফ (৩৩) নামের এক যুবককে। নিহত আজাদ ওই গ্রামের ছোমেদ আলী শরীফের পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে মর্গে প্রেরণ করেছেন। মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, পূর্ব শত্র“তার জেরধরে রাত আটটার দিকে আজাদ শরীফকে কুপিয়ে জখম করে প্রতিবেশী সাত্তার শরীফের পুত্র শাওন শরীফ। গুরুত্বর অবস্থায় স্থানীয়রা আজাদকে উপজেলা হাসপাতালে নেয়ার পথে সে (আজাদ) মারা যায়। ওসি আরও জানান, ঘটনার পর থেকেই আত্মগোপন করা শাওনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
×