ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে মা-ইলিশ ভাগ-বাটোয়ারা

প্রকাশিত: ০৪:১৮, ১৮ অক্টোবর ২০১৬

বাউফলে মা-ইলিশ ভাগ-বাটোয়ারা

নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, আটককৃত মা ইলিশ খেল পুলিশ! এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ মাছ খাওয়া বা নেয়ার কথা অস্বীকার করেছে। জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে পূর্ব কালাইয়া স্টিল ব্রিজের কাছে তিন মণ মা ইলিশ অন্যত্র পাচার করার সময় কালাইয়া নৌ পুলিশ মাছ আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। মাছের সঙ্গে রাজ্জাক নামে একজনকে আটক করে ফাঁড়িতে আনা হয়। পরে তাকে অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ ফাঁড়িতে মা ইলিশ এনে ভাগ-বাটোয়ারা করার সময় ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ জামানকে জানালে তিনি প্রতিনিধি পাঠান। এ ব্যাপারে এএসআই মনির বলেন, ধান ক্ষেত থেকে ৫০ কেজির মতো মা ইলিশ উদ্ধার করে বিভিন্ন এতিমখানায় বিলি বণ্টন করে দেয়া হয়েছে। ইলিশ মাছ ফাঁড়িতে এনে ভাগ-বাটোয়ারা করে নেয়ার অভিযোগ সত্য নয়।
×