ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্কারে মনোনীত ‘অজ্ঞাতনামা’

প্রকাশিত: ০০:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

অস্কারে মনোনীত ‘অজ্ঞাতনামা’

স্টাফ রিপোর্টার ॥ অস্কারের ৮৯ আসরের জন্য মনোনীত হয়েছে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে এ বছর বাছাইকৃত ৪টি চলচ্চিত্রের মধ্য থেকে এ ছবিটি নির্বাচন করেছে অস্কার বাংলাদেশ কমিটি। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি বসছে অস্কারের ৮৯তম আসর। অস্কারের লক্ষে ছবি বাছাইয়ের জন্য নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ২১ সেপ্টেম্বর দুপুর ১২টায় ছিল ছবি জমা দেওয়ার শেষ সময়। এ বছর বাছাই প্রক্রিয়ায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ৩টি এবং খনা টকিজ প্রযোজিত ১টি চলচ্চিত্র অংশগ্রহণ করে। চলচ্চিত্রগুলি হচ্ছে- মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ, সুমন ধর পরিচালিত দর্পণ বিসর্জন, তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা এবং রুবায়েত হোসাইন পরিচালিত আন্ডারকনস্ট্রাকশন। বাংলাদশে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে সঠিক চলচ্চিত্র বাছাই কমিটি গত ২৩ এবং ২৫ সেপ্টেম্বর দু’দিনের সভায় সর্বসম্মতভাবে ৮৯তম অস্কার বিদেশী ভাষার চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি মনোনীত করে। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ-এর পক্ষে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেন এবারের মনোনয়নের। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু প্রমুখ।
×