ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাতি উদ্ধারে তিন সদস্যের ভারতীয় প্রতিনিধি দল জামালপুরে

প্রকাশিত: ০৫:৪০, ৫ আগস্ট ২০১৬

হাতি উদ্ধারে তিন  সদস্যের ভারতীয়  প্রতিনিধি দল  জামালপুরে

নিজস্ব সংবাদদাতা জামালপুর, ৪ আগস্ট ॥ অসম রাজ্য থেকে বানের পানিতে ভেসে আসা একটি হাতি উদ্ধারে তিন সদস্যের ভারতীয় একটি প্রতিনিধি দল এখন জামালপুরে অবস্থান করছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলটি জামালপুর জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্তকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। তিন সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন রিতেষ ভট্টাচার্য্য, শর্মা কুশল কুনওয়াল ও সুলেমান চৌধুরী। ২৭ জুন হাতির পাল থেকে বিচ্ছিন্ন হয়ে অসমের বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদের স্রোতে ভেসে সীমান্ত পার হয়ে কুড়িগ্রামসহ চারটি জেলা ঘুরে এখন জামালপুরের সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের শিশুয়া চরের এক ইক্ষু খেতের মধ্যে অবস্থান করছে। হাতিটি উদ্ধারে আসা ভারতীয় কর্মকর্তা অসমের গোয়ালপাড়ার ডিএফও সুলেমান চৌধুরী বলেছেন, হাতিটি আমরা ফেরত নেব এমন বাধ্যবাধকতা নেই। হাতিটি কী পরিস্থিতিতে আছে, তা পর্যবেক্ষণ করে আমরা রিপোর্ট দেব। এরপর হাতিটি ফেরত নেবে না রেখে যাবে তা সিদ্ধান্ত নেবে ভারত সরকার। তিনি আরও বলেন, হাতিটি ফেরত নিতে অনেক ঝক্কি-ঝামেলা আছে। বন্যাকবলিত এলাকায় অবস্থান করায় হাতিটিকে অজ্ঞান করাও কঠিন হবে। তিনি জানান, ‘হাতিটি সীমান্ত পার হওয়ার পর যখন কুড়িগ্রাম ছিল, তখনই আমরা হাতিটি উদ্ধার করতে চেয়েছিলাম। কিন্তু ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি। এদিকে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, বন্য হাতিটি উদ্ধারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
×