ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদা দাবিতে রূপগঞ্জে তিতাস গ্যাস অফিসে হামলা

প্রকাশিত: ০৪:১৬, ২৩ জুন ২০১৬

চাঁদা দাবিতে রূপগঞ্জে তিতাস গ্যাস অফিসে হামলা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২২ জুন ॥ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় কাদির বাহিনীর সদস্যরা দুই দফা তিতাস গ্যাস অফিসে হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা ব্যবস্থাপকের সহকারীকে পিটিয়ে আহত করে। এছাড়া ব্যবস্থাপকের কক্ষে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর থেকেই তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকার তিতাস গ্যাস অফিসে ঘটে এ ঘটনা। জানা গেছে, স্থানীয় চাঁদাবাজ আব্দুল কাদিরসহ কাদির বাহিনীর সদস্যরা রূপগঞ্জসহ আশপাশের উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা বাণিজ্যে করেছে। এছাড়া তিতাস গ্যাস অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায় করে আসছে। গ্যাস অফিসের ব্যবস্থাপক আব্দুল মমিন তালুকদারের সহকারী ফরিদ মিয়ার কাছে দীর্ঘদিন ধরে মাসিক চাঁদা দাবি করে আসছে কাদির মিয়া। এছাড়া বিভিন্ন শিল্প-কারখানার মূল নথি গ্যাস অফিস থেকে উধাও করারও চেষ্টা করেছে কাদির। কাদির বাহিনীর ভয়ে কেউ প্রতিবাদ করার সাহসটুকুও পায় না। প্রথম দফায় গত মঙ্গলবার সকালে কাদিরসহ এ বাহিনীর সদস্যরা যাত্রামুড়া এলাকার তিতাস গ্যাস অফিসে হামলা চালায়। একপর্যায়ে ফরিদ মিয়াকে পিটিয়ে আহত করে। এ সময় পুরো অফিসজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। দ্বিতীয় দফায় বুধবার বেলা ১১টার দিকে ফের ব্যবস্থাপকের কক্ষে হামলা চালায়। ব্যবস্থাপক আব্দুল মমিন তালুকদারকে গালমন্দ ও হুমকি-ধামকি দেয়। প্রতিবাদ করায় ফের ব্যবস্থাপকের সহকারীকে পিটিয়ে আহত করা হয়। পরে হিলটন নামে সহকারী প্রকৌশলীকেও পিটিয়ে আহত করা হয়। নেত্রকোনায় হামলায় আহত পাঁচ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ জুন ॥ সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের রুই-নওয়াপাড়া গ্রামে বুধবার নির্বাচন পরবর্তী বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সংখ্যালঘু পরিবারের পাঁচ নারী-পুরুষ আহত হয়েছে। আহতদের মধ্যে শ্রীচরণ সরকার এবং তার ভাই নীল চরণ সরকারকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের বৃদ্ধা মা বিপুলা রানী সরকার, বোন বীণা রানী সরকার ও ভাবী রানীবালা সরকারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
×