ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাকোপে ঝুঁকিপূর্ণ ভবনে নৌ পুলিশ ফাঁড়ি ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৬:২৮, ২৪ মে ২০১৬

দাকোপে ঝুঁকিপূর্ণ ভবনে নৌ পুলিশ ফাঁড়ি ॥ দুর্ঘটনার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নে অবস্থিত তিলডাংগা নৌ পুলিশ ফাঁড়ি ভবনের দুরবস্থা চরমে। পরিত্যক্ত ভবনে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে। যে কোন সময় ভবনের ছাদ ভেঙ্গে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতা লাভের পর মংলা সমুদ্রবন্দর ও পার্শ¦বর্তী এলাকায় জলদস্যুদের উৎপাত উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়ে যায়। জলদস্যুদের ভয়ে এলাকার মানুষ সারাক্ষণ ভীত-সন্ত্রস্ত থাকত। চোর ডাকাতের উৎপাত উপদ্রব থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য বানীশান্তা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান নগেন্দ্রনাথ মৃধা নৌ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সহায়তায় ১৯৮৮ সালে তিলডাংগা ইউনিয়নে অবিস্থিত নৌ পুলিশ ফাঁড়িটি বানীশান্তা ইউনিয়নের আমতলা নামক স্থানে স্থানান্তর করেন। তখন থেকে তিলডাংগা নৌ পুলিশ ফাঁড়ি নামেই এ ফাঁড়ির কার্যক্রম চলে অসছে। সরকারী এ ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ায় উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ বহু দিন আগেই এটি পরিত্যক্ত ঘোষণা করেছে। রৌমারীতে দুর্বৃত্তের হামলায় নৌকার মাঝি গুরুতর আহত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারীতে মোহাম্মদ আলী (২৭) নামে এক নৌকার মাঝিকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এ পর্যন্ত কোন মামলা হয়নি। জানা যায়, রবিবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্ত্তিমারী-চিলমারী নৌকা ঘাটের কাইশার চর নামক এলাকায়। আহত মোহাম্মদ আলীর বাড়ি পাশের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের গোয়াইলাপাড়া গ্রামে। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার জমশের আলীর পুত্র জামাল হোসেন নিখোঁজ রয়েছে। রাতে বাড়ি ফেরার পথে দুর্গম এলাকা কাইসারচর নামক এলাকায় পৌঁছলে দুর্বৃত্তের আক্রমণের শিকার হন মোহাম্মাদ আলী ও সহযোগী একই এলাকার জামাল হোসেন। পিছন দিক থেকে হঠাৎ দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে আক্রমণ করে।
×