ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে তাপদাহের সাথে অব্যাহত লোডশেডিং

প্রকাশিত: ২০:৩৯, ২৯ এপ্রিল ২০১৬

বরিশালে তাপদাহের সাথে অব্যাহত লোডশেডিং

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তাপমাত্রা যতো বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের লোডশেডিংও ততো বৃদ্ধি পাচ্ছে বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলাগুলোতে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে বরিশালবাসীসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ। কোথাও স্বস্তি মিলছেনা। একইসাথে বেড়েছে নানারোগব্যধি। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল ও ভোলার তিনটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস এবং জ্বালানী সংকটের কারণে উৎপাদন প্রায় তিনভাগের একভাগে নেমে এসেছে। যার কারণে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। কাশিপুর, নতুন বাজার, বৌদ্ধপাড়া, সাগরদী এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রচন্ড তাপদাহের সাথে ঘণ ঘণ লোডশেডিংয়ের কারণে এখন জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। লোডশেডিংয়ের কারণে পানি তুলতে না পেড়ে তারা এখন দুঃসহ দিনাতিপাত করছেন। জেলার প্রতিটি উপজেলার গ্রামাঞ্চলের অবস্থা আরও নাজুক। একবার বিদ্যুত গেলে আর কখন আসবে তা সঠিক করে বলতে পারছেন না খোঁদ বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাই। বরিশাল রুপাতলী বিদ্যুৎ ষ্টেশন কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ঘাটতি বিদ্যুতের চাহিদা মেটাতে নগরীর ২৩টি ফিডারেই লোডশেডিং দিতে হচ্ছে। শুক্রবার সারাদিনও একই অবস্থা থাকবে বলে ষ্টেশন কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোঃ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার বরিশালের সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। তিনি আরও বলেন, গত ২৪ এপ্রিল এ বছরের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ওইদিন তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। তিনি আরও বলেন, বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মে মাসে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
×