ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও নাগরিকতা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০০, ১৬ এপ্রিল ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩২. সন্ত্রাস সৃষ্টি হয়ে থাকে- ক) পরিবেশের কারণে খ) শিক্ষার অভাবে গ) টাকা পয়সার অভাবে ঘ) খাদ্যের অভাবে ৩৩. বাংলাদেশের সংবিধান কেমন আইন? ক) দুর্বল আইন খ) সর্বোচ্চ আইন গ) সুপরিবর্তনীয় ঘ) নমনীয় আইন ৩৪. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জনগণ কয়টি সরকারের প্রতি আনুগত্য দেখায়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৩৫. যেসব ক্ষেত্রে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেনÑ র. দেশের বরেণ্য ব্যক্তিদের খেতাব প্রদান রর. বিদেশি কূটনীতিকদের নিয়োগপত্র গ্রহণ ররর. বিচারকার্য সম্পাদন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ইয়াহিয়া বঙ্গবন্ধুর সাথে আলোচনায় বসার যথার্থ উদ্দেশ্য ছিল কী? ক) সময়ক্ষেপণ করা খ) বঙ্গবন্ধুকে গ্রেফতার করা গ) ক্ষমতা না দেওয়া ঘ) বিশৃঙ্খলা সৃষ্টি করা ৩৭. মূলসূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়? ক) পাঁচ ভাগে খ) তিন ভাগে গ) দুই ভাগে ঘ) ছয় ভাগে ৩৮. কোনটির সুনাগরিকের গুণ? ক) নির্লিপ্ততা খ) স্বার্থপরতা গ) সংকীর্ণ মনোভাব ঘ) সংবেদনশীলতা ৩৯. এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয়- ক) কম খ) মধ্যম ধরনের গ) বেশি ঘ) অত্যন্ত বেশি ৪০. কোন রাষ্ট্রের জন্য এককেন্দ্রিক সরকার উপযোগী নয়? ক) সমাজতান্ত্রিক রাষ্ট্র খ) ছোট রাষ্ট্র গ) বড় রাষ্ট্র ঘ) কল্যাণমূলক রাষ্ট্র ৪১. গণতান্ত্রিক রাষ্ট্রে যে ধরনের গুণ রয়েছে- র. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ রর. দায়িত্বশীল শাসন ররর. সম্মতির ওপর প্রতিষ্ঠিত নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. ১৯৭২ সালে বাংলাদেশকে কমনওয়েলথ সদস্য করায় কোন সদস্য রাষ্ট্র তার সদস্যপদ প্রত্যাহার করেছিল? ক) নেপাল খ) পাকিস্তান গ) ভারত ঘ) চীন ৪৩. বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান রয়েছে? ক) একদলীয় খ) দ্বিদলীয় গ) তিন দলীয় ঘ) বহুদলীয় ৪৪. কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে? ক) ভারতে খ) যুক্তরাষ্ট্রে গ) যুক্তরাজ্যে ঘ) পাকিস্তানে ৪৫. সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন কে? ক) রাষ্ট্রপতি খ) প্রধান বিচারপতি গ) আইনমন্ত্রী ঘ) প্রধানমন্ত্রী ৪৬. বাংলাদেশে পুরুষের জন্য বিবাহের বয়স ন্যূনতম কত বছর ধার্য করা হয়েছে? ক) ২০ বছর খ) ২১ বছর গ) ২৩ বছর ঘ) ২৫ বছর ৪৭. নাগরিকদের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনটি? ক) সরকার খ) সামরিক বাহিনী গ) সুপ্রিমকোর্ট ঘ) রাষ্ট্র ৪৮. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ, এখানে শাসক্লÑ র. তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন রর. নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান অপরদিকে ধর্মীয় প্রধান ররর. নিজেকে স্রষ্টার প্রতিনিধি মনে করেনÑ ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর * নিচের উদ্দীপকের আলোকে দুইটি প্রশ্নের উত্তর দাও: র বেল দশম শ্রেণির ছাত্র। তার পরিবারে বাবা-মা ও দাদা-দাদি, চাচা-চাচি, ফুফু বাস করে। রুবেলের বন্ধু অপু বাবা-মায়ের একমাত্র সন্তান। অপুর বাবা-মা চাকরিজীবী। তাই সে মাঝে মাঝে নিঃসঙ্গতায় ভোগে। ৪৯. বাংলাদেশের সংবিধানে কত সালে প্রথম সংশোধনী আনা হয়? ক) একক খ) যৌথ গ) পিতৃতান্ত্রিক ঘ) একপতœীক ৫০. সার্ক-এর জন্ম হয় কত সালে? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১৪. (খ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (ঘ) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (ঘ)
×