ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:১৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. শীতলপাটি কোন সময় ব্যবহার করা হয়? ক) গ্রীষ্মকালে খ) শীতকালে গ) বর্ষাকালে ঘ) বসন্তকালে ২. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে? ক) বঞ্চনাকাতর খ) হতদরিদ্র গ) ভবঘুরে ঘ) বিত্তবান ৩.বিজলী কোন ধরনের পত্রিকা? ক) দৈনিক খ) সাপ্তাহিক গ) মাসিক ঘ) ত্রৈমাসিক ৪.‘কত নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ গ্রন্থটি কার রচনা? ক) হুমায়ুন আজাদ খ) কামরুল হাসান গ) শামছুল কবীর ঘ) আবু ইসহাক ৫. জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি? ক) মাটির কান্না খ) রঙিলা নায়ের মাঝি গ) এক পয়সার বাঁশি ঘ) বেদের মেয়ে ৬. উপেনকে কে ধরে নিয়ে গেল? ক) পেয়াদা খ) মালি গ) ভূস্বামী ঘ) পাহারাদার ৭. লেখক নানা রকম উৎকট দুর্গন্ধ বোঝাতে কোনটির উদাহরণ দিয়েছেন? ক) লেপ খ) তোশক গ) বালিশ ঘ) মশারি ৮.‘কিশোর কাজি’ গল্পে বণিক কে? ক) নাজিম খ) নিজাম গ) আজিম ঘ) আলী কোজাই ৯.‘একুশের গান’ কবিতায় কবি যার যার জাগরণ প্রত্যাশা করেছেন- র. সুপ্ত শক্তির রর. নাগিনী ও কালবোশেখীর ররর. একুশে ফেব্রুয়ারির নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. কবি জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে? ক) বিশ্বভারতী খ) ঢাকা গ) শিকাগো ঘ) আল-আজহার ১১. প্রথম মহাযুদ্ধ শুরু“হলে কাজী নজরুল ইসলাম কোথায় যোগদান করেন? ক) বাঙালি পল্টনে খ) পাকিস্তানি পল্টনে গ) আফগান পল্টনে ঘ) কলকাতা পল্টনে ১২. খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন? ক) শাস্তি প্রদানের কৌশল খ) বিচার করার কৌশল গ) সত্য উদ্ঘাটনের কৌশল ঘ) রায় দেওয়ায় কৌশল ১৩. নিচের কোনটি সর্ব ঐশীশক্তির পীঠস্থান? ক) বাংলা খ) জাপান গ) বার্মা ঘ) নেপাল ১৪.‘ম্রিয়মাণ’ বলতে বোঝায় কোনটি? ক) বিষাদগ্রস্ত খ) অভাবগ্রস্ত গ) দ্বিধাগ্রস্ত ঘ) শঙ্কাগ্রস্ত ১৫.মানুষ উপলব্ধি করে ‘পাছে লোকে কিছু বলে’- র. যখন দ্বিধা দ্বারা আক্রান্ত হয় রর. যখন মনে সংশয় ও সন্দেহ ভিড় করে ররর. যখন মানুষকে পেছনে কিচু বলতে শোনে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ১৬. বন্ধু মহলের মধ্যে কার সাথে অ্যান্টনিওর বেশি অন্তরঙ্গতা ছিল? ক) বাসানিও খ) শাইলক গ) নেরিসা ঘ) মেন্ডিস ১৭. পেশাগত জীবনে শামসুজ্জামান খান মহাপরিচালক ছিলেন- র. বাংলা একাডেমির রর. শিল্পকলা একাডেমির ররর. জাতীয় জাদুঘরের নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৮.মংড়ু শহরে রাত কয়টার পর বিজলি থাকে না? ক) সাতটা খ) আটটা গ) নয়টা ঘ) দশটা ১৯. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে? ক) সংকোচ খ) সংশয় গ) সংকল্প ঘ) বাধা ২০. লালনের দর্শন কীসের মধ্য দিয়ে প্রকাশ করেছেন? ক) সাধনার খ) কবিতার গ) মানবতার ঘ) গানের ২১. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে? ক) সংকোচ খ) সংশয় গ) সংকল্প ঘ) বাধা ২২.কালো মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ক) মেঘ খ) পাখি গ) হাতি ঘ) বক ২৩. কবি জসীমউদ্দীন কত তারিখে জন্মগ্রহণ করেন? ক) ১লা জানিুয়ারি খ) ১লা ফেব্রুয়ারি গ) ১লা মার্চ ঘ) ১লা এপ্রিল ২৪. রয়েল রেস্তোরাঁর মালকিন কোন সম্প্রদায়ের? ক) আদিবাসী খ) রাখাইন গ) রোয়াইংগা ঘ) বর্মি ২৫. ‘গঙ্গাজল’ কথাটির তাৎপর্য হলো- র. সীমিত-সংকীর্ণ পানি রর. গঙ্গা নদীর পানি ররর. হিন্দুদের কাছে পবিত্র পানি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৬. কোথায় স্নেহ চুয়ে পড়ছে? ক) মৌসুমি ফুলে খ) ম্লান মুখে গ) পল্লবের নিবিড় ছায়ায় ঘ) কবির স্নিগ্ধ দৃষ্টিতে ২৭. দেবতার মতো মামাকে ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে নগেনের ভেতরে তৈরি হয়- র. দারুণ লজ্জাবোধ রর. অনুতাপ-অনুশোচনা ররর. গ্লানির কণ্টক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৮. ‘হাইকোর্ট’ শব্দটি কোনটিকে নির্দেশ করে? ক) সর্বোচ্চ আদালত খ) জেলা আদালত গ) নিম্ন আদালত ঘ) উচ্চ আদালত ২৯.‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? ক) গোলাপ খ) শাপলা গ) মৌসুমী ফুল ঘ) অরণ্য ফুল ৩০. কবি সাম্যের গান করেন, কারণ- র. তিনি সাম্যবাদী বলে রর. তাঁর কাছে পুরুষ-রমণী ভেদাভেদ নেই বলে ররর. নারীর অবদান পুরুষের সমান বলে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩১. সুলতান মাহমুদ শেষ পর্যন্ত কবিকে কত হাজার স্বর্ণমুদ্রা দিয়েছিলেন? ক) পঞ্চান্ন খ) ষাট গ) পঁয়ষট্টি ঘ) সত্তর ৩২.‘চাঁদের পাহাড়’ বিভূতিভূষণের একটি- ক) কিশোর কাব্য খ) স্মৃতিকথা গ) আত্মজৈবনিক লেখা ঘ) কিশোর উপন্যাস ৩৩. মসলিন কাপড় বুননের জন্য কোনটি প্রয়োজন? ক) বাস্তবজ্ঞান খ) কারিগরি দক্ষতা ও শিল্পীমন গ) পারিবারিক ঐতিহ্য ঘ) সূক্ষ্ম চিন্তা ৩৪. আলী কোথা থেকে টাকা সঞ্চয় করেছিলেন? র. পৈতৃক সম্পত্তি থেকে রর. পরিশ্রম করে ররর. ব্যবসা করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩৫. কৃষকের চঞ্চল চোখ ধানকাটার জন্য প্রতীক্ষা করে- র. নতুন ফসল পাওয়ার আনন্দে রর. কাজ শেষে বিশ্রামের আশায় ররর. নতুন ফসল রোপণের জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৬. মাইকেল মধুসূদন দত্ত কেমন লেখক? ক) প্রথাবিরোধী খ) গতানুগতিক গ) বিপ্লবী ঘ) মার্কসবাদী ৩৭. কাদের মাঠের বাগানের আম বেশ বিখ্যাত? ক) কাপালিদের খ) বোষ্টমদের গ) মুখার্জীদের ঘ) বাড়ুয্যেদের ৩৮. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন? ক) বাগদাদের খ) ইরানের গ) বাহরাইনের ঘ) সৌদি আরবের ৩৯. সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমার কোনটির পরিচয় দিয়েছেন? ক) কৃতজ্ঞতার খ) অকৃতজ্ঞতার গ) বুদ্ধিমত্তার ঘ) বোকামির ৪০. রাস্তার ধারের উলঙ্গ ছেলেটা মূলথ কীসের প্রতীক? ক) ছোট শিশুর প্রতীক খ) অপ্রাপ্তবয়স্ক কিশোরের প্রতীক গ) লজ্জা-শরমহীন মানুষের প্রতীক ঘ) অবহেলিত, বঞ্চিত শিশুর প্রতীক ৪১. কোন পেটিকাটিতে পোর্শিয়ার ছবি ছিল? ক) সীসার পেটিকায় খ) লোহার পেটিকায় গ) রূপার পেটিকায় ঘ) স্বর্ণের পেটিকায় ৪২. রাজকুমার কার কাছে বিদ্যা শিক্ষা নিতে লাগলেন? ক) প-িতের খ) রাজার গ) মন্ত্রীর ঘ) যাজকের ৪৩. রাজকুমার কাকে তার পাশে বসালেন? ক) টম ক্যান্টি খ) ফাদার এন্ড্রু গ) মিলস হেনডেন ঘ) হাটফোর্ড ৪৪. সকালের এক টুকরো রোদ, এক টুকরো সোনার চেয়েও- ক) প্রয়োজনীয় খ) বাড়া গ) দরকারি ঘ) দামি ৪৫. ‘রেখো মা দাসেরে মনে’-এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন- ক) নিজেকে খ) চাকরকে গ) জন্মভূমিকে ঘ) সেবককে ৪৬. কবিরাজ মোড়লকে কী বলে সম্বোধন করেছেন? ক) নিষ্ঠুর খ) বদমেজাজী গ) অসহায় ঘ) ভীতু ৪৭. ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল? ক) দুই বিঘা জমিতে খ) সাধুর আশ্রমে গ) মোহ গর্তে ঘ) হাটে-মাঠে-বাটে ৪৮. রবিনসন দ্বীপ ছেড়ে আসার সময় সঙ্গে করে কাকে নিয়ে এল? ক) ক্যাপ্টেনকে খ) ফ্রাইডেকে গ) মেটদেরকে ঘ) জলদস্যুদের উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও ঢাকা শহরের মানুষ অবকাশের আনন্দ পেতে ছায়া সুনিবিড় সোহরাওয়ার্দী উদ্যানে বেড়াতে যায়। সেখানে পাখিরা গান শোনায় আর কচিপাতা পরম আদরে গায়ে হাত বুলিয়ে দেয়। নির্জন বনবনানী নির্মল আনন্দে ভরে দেয় মনকে। ৪৯. শীতলপাটি কোন সময় ব্যবহার করা হয়? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৫০. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে? ক) দেশপ্রেম খ) প্রকৃতিপ্রেম গ) স্বজাতিবোধ ঘ) অবকাশের আনন্দ সঠিক উত্তর ১. (ক) ২. (ক) ৩. (খ) ৪. (ক) ৫. (গ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (ক) ১১. (ক) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (ক) ২২. (গ) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (ঘ) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (ক)
×