ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে পুরোহিত হত্যা অশুভ ইঙ্গিত : খালেদা জিয়া

প্রকাশিত: ২১:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ে পুরোহিত হত্যা অশুভ ইঙ্গিত : খালেদা জিয়া

অনলাইন রিপোর্টার ॥ পঞ্চগড়ে একজন পুরোহিতকে হত্যার ঘটনাকে মানবতাবোধশূন্য, অন্ধ হিংস্রতা ও বিকৃত পশুপ্রবৃত্তি বলে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মগুরুকে ধারাল চাপাতি দিয়ে হত্যা ও অন্যান্য পূজারীদের গুরুতর জখমের আতঙ্কসঞ্চারী ঘটনা অশুভ আগামীর ইঙ্গিত বহন করে।’ মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বিএনপি নেত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ইতালীয় নাগরিক তাভেল্লা হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা। এই হত্যাকাণ্ড গত পরশু পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জে গিয়ে পৌঁছেছে। ‘এদের মধ্যে যেমন বিদেশি নাগরিক আছেন, তেমনি আছেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও ধর্মাচার্য, ব্লগার, প্রকাশকসহ বেশকিছু মানুষ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-আমরা যেন জাতির গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই চূড়ান্ত দু:সময়ে জনমনে একটা প্রশ্ন জেগে উঠছে, সরকার কী করছে?’ বেগম জিয়া আরো বলেন, ‘কয়েক মাস ধরে একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে সরকার নির্বিকার, হত্যাকাণ্ডের কোনো সুরাহাই সরকার করতে পারেনি। এই সমস্ত মধ্যযুগীয় রক্তপাত থামাতে ভোটারবিহীন সরকারের কোনো উদ্যোগ নেই। প্রাণবিনাশী আক্রমণ প্রতিহত করে প্রকৃত দুস্কৃতকারীদের ধরা তো দূরে থাক উল্টো ঘটনা ঘটার সাথে সাথেই বিএনপিসহ বিরোধী দলের ওপর দোষ চাপানো এবং নেতাকর্মীদের নামে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানো হচ্ছে।’ পঞ্চগড়ের শ্রী শ্রী সন্ত-গৌড়ীয় মঠের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, ধিক্কার ও নিন্দা জানান খালেদা জিয়া। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
×