ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে বিমান দুর্ঘটনা মোকাবেলা মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ জানুয়ারি ২০১৬

শাহজালালে বিমান দুর্ঘটনা মোকাবেলা মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক সিভিল এ্যাভিয়েশনের নিয়ম মেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা মোকাবেলা মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রতি দু’বছর পর পর এ মহড়ার বাধ্যবাধকতা রয়েছে। রবিবার সকালে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আরও ছিলেনÑ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হকসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। মহড়াপূর্ব অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, বিশ্বমানের নিরাপত্তা বলয় গড়ার জন্য এ মহড়ার আয়োজন করা হয়েছে। বিমান দুর্ঘটনা কেউ চায় না, কিন্তু ঘটে যায়। এ কারণে দুর্ঘটনাপরবর্তী ঘটনা কিভাবে মোকাবেলা করব তার জন্য প্রস্তুতি নেয়া প্রয়োজন। সিভিল এ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক জানান, বিমানবন্দরে নিরাপত্তা বলয় নিশ্চিত করার জন্য বন্দর কর্তৃপক্ষের জন্য স্পেশাল আইডি কার্ড করে দেয়া হয়েছে। যাত্রীদের সেভিং ক্রিমসহ তরলজাতীয় পদার্থ, ব্যাগ অনেক কিছু চেক করা হচ্ছে। প্রতিটি ব্যাগ দু’বার করে চেক করা হয়। ডগ স্কোয়াড দিয়েও চেক করা হয়। এ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। বর্তমানে এয়ারফোর্স, পুলিশ ও আনসারের দুই শ’ ৫০ জন সদস্য আমাদের সহায়তায় রয়েছেন।
×