ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে পুলিশের ওপর হামলা ॥ দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৭, ২১ ডিসেম্বর ২০১৫

খাগড়াছড়িতে পুলিশের ওপর হামলা ॥  দুই নেতা  গ্রেফতার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মহালছড়ি থানার মাইসছড়ি এলাকায় পুলিশের উপ-পরিদর্শক শহীদুল ইসলামের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, লাউ চুরির ঘটনায় সামাজিকভাবে সমাধান করার জেরে সকাল ১০টার দিকে জহির মাস্টারের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ৮-১০ সন্ত্রাসী মাইসছড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শহীদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী সদস্যরা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
×