ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষন শুরু

প্রকাশিত: ২১:২৪, ৩০ নভেম্বর ২০১৫

কালকিনিতে পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষন শুরু

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ “যুগোপযোগী প্রশিক্ষন যুব বেকারত্ব নিরসন” এ শ্লোগানকে সামনে রেখে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে সোমবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা যুব উন্নয়নের সার্বিক সহযোগিতায় এবং বাশগাড়ী পল্লি উন্নয়ন সমীতির উদ্যোগে সমিতির কার্যালয়ে ৭দিন ব্যাপি পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন যুব উন্নয়নের যুগ্ন সচিব মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা মোছা. সাম্মী আক্তার। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কৃষ্ণ মালাকার, আব্দুস সালাম, বেল্লাল হোসেন, সাহাদাত হোসেন, মো. খায়ের আহম্মেদ ও দিলিপ কুমার দাশ প্রমুখ।
×