ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে ঠাকুরগাঁওয়ে নারী ফোরামের মত বিনিময় সভা

প্রকাশিত: ০০:২২, ৫ নভেম্বর ২০১৫

ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে ঠাকুরগাঁওয়ে নারী ফোরামের মত বিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ নির্বাচিত নারী সদস্যদের জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে । জেলা নারী উন্নয়ন ফোরাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উন্নয়ন স্ংস্থা ফ্রীড’র সহযোগিতায় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ফোরামের সভাপতি সেলিনা জাহান লিটা। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাতুন নাহার, পৌর কাউন্সিলর দ্রোপদি দেবী আগরওয়ালা, নারী ফোরামের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার মোল্লা প্রমূখ। সভায় সকল উপজেলায় গঠিত নারী ফোরামের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যসহ জেলার বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার নেত্রীগন উপস্থিত ছিলেন। এসময় নির্বাচিত নারী সদস্যদের জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অধিকারের বিষয় নিয়ে আলোচনার পর সুপারিশমালা প্রণয়ন করা হয়।
×