ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বান মাহাথিরের

প্রকাশিত: ০৫:১৩, ২২ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অনাস্থা   ভোটের আহ্বান মাহাথিরের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দ্রুত অনাস্থা ভোট নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। খবর ওয়েবসাইটের। নাজিব পার্লামেন্টের সদস্যদের লোভনীয় সরকারী পদ দিয়ে তার পক্ষে ধরে রেখেছেন বলে অভিযোগ করেছেন মাহাথির। ঋণে জর্জরিত রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট বেরহ্যাড (ওয়ানএমডিবি)-এ আর্থিক বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নাজিবের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আগস্টে নিজের ডেপুটি উপ-প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করছেন নাজিব, এ্যাটর্নি জেনারেল পদে পরিবর্তন করেছেন এবং ওয়ানএমডিবি তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বদলি করেছেন। ২০১৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশিওনাল (বিএন) দুর্বল ফলাফল করার পর মাহাথির গেল বছর নাজিবের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেন।
×