ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শূটিংয়ে আহত শাহরুখ খান

প্রকাশিত: ০৬:১১, ১৭ আগস্ট ২০১৫

শূটিংয়ে আহত  শাহরুখ খান

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান তাঁর নতুন চলচ্চিত্র ‘ফ্যান’-এর শূটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যেই এলো দুঃসংবাদ। নতুন এই চলচ্চিত্রের শূটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান। শনিবার তাঁর আসন্ন চলচ্চিত্র ‘ফ্যান’-এর সেটে তার কাঁধে এবং হাতে চোট লাগে তাঁর। এমন তথ্যই জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, প্রাথমিক চিকিৎসার পর এখন ভাল আছেন বলিউড বাদশা। সামান্য বিশ্রামের পর আবার শূটিংয়ে ফিরবেন তিনি। চলচ্চিত্রের শূটিংয়ে তাঁর চোট লাগার কথা টুইটারে নিজেই জানিয়েছেন শাহরুখ। তাঁর কথায়, ‘সিরিয়াস আউট টাইম’। দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্রের কঠিন শূটিং সিডিউল চলছে। কবে শেষ হবে তারই অপেক্ষায় শাহরুখসহ গোটা ‘ফ্যান’ টিম। মনীশ শর্মা পরিচালিত এ চলচ্চিত্রে শাহরুখ দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন। যেখানে একটি চরিত্রে তাঁকে দেখা যাবে এক সুপারস্টারের ভূমিকায়। আর অপর চরিত্রে এক অনুরাগীর ভূমিকায় পর্দায় আসছেন কিং খান। এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ এ নিজের পরিচালনার ক্যারিশমা দেখিয়েছেন মনীশ। আর এ চলচ্চিত্রেও তিনি সেই ধারা বজায় রাখবেন বলেই আশা ভক্তদের। সঙ্গে রয়েছে শাহরুখের অভিনয় দক্ষতা। দিন কয়েক আগেই এ চলচ্চিত্রের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটি আগামী বছর ১৫ এপ্রিল মুক্তি পাবে বলে জানা গেছে।
×