ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এই সময়ে প্রীতির ব্যস্ততা

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ জুলাই ২০১৫

এই সময়ে প্রীতির ব্যস্ততা

স্টাফ রিপোর্টার ॥ অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে প্রীতি সাইদের অভিষেক হয় ২০১৪ সালে। ‘প্রেম করবো তোমার সাথে’ নামের এ চলচ্চিত্রটি পরিচালনা করেন রাকিবুল আলম রাকিব। এরপর থেকে একেরপর এক চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের দ্বার খুলতে থাকে সুদর্শনা এই নায়িকার। চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্র এবং জনপ্রিয় পত্রিকা, ম্যাগাজিন ও বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হয়ে ব্যস্ত সময় পার করছেন প্রীতি। সম্প্রতি মিজু ক্রিয়েশনের ব্যানারে একটি শর্ট-ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইতিমধ্যে দেবাশীষ বড়ুয়া দীপের ‘গেম’ নাটকের কাজ শেষ করেছেন। খুব শিগ্রই নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। অনুদানের চলচ্চিত্রে গাইলেন পড়শী ও রানা সংস্কৃতি ডেস্ক ॥ শাহাবুদ্দিনের চিত্রকর্ম ও কামাল চৌধুরীর কবিতা নিয়ে নির্মিতব্য সরকারী অনুদানের চলচ্চিত্র ‘মায়া (দ্য লস্ট মাদার)’-এর জন্য গাইলেন এমএস রানা ও পড়শী। শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওম্যান’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন মাসুদ পথিক। গানটি লিখেছেন মাসুদ পথিক। সুর-সঙ্গীত করেছেন মুরাদ নূর। সঙ্গীতায়োজন করেছেন মহিদুল মন। এ প্রসঙ্গে শিল্পী রানা বলেন, বিষয় বৈচিত্র্যে চলচ্চিত্রটি অনন্য। তাই এতেই প্লেব্যাক করলাম। পড়শী বলেন, গানের কথাগুলো খুবই সুন্দর। সুরটাও বেশ মেলোডিয়াস। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভাল লাগবে। মাসুদ পথিক বলেন, চলচ্চিত্রের মান বিবেচনায় গানগুলো লেখার চেষ্টা করেছি। সবার ভাল লাগবে আশা করি।
×