ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০৮, ২১ জুন ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৫. বর্তমানে আমাদের দেশে মোবাইল ফোন অপারেটররা চিকিৎসাসেবার কোন সার্ভিসটি দিচ্ছে? ক) ইন্টারনেট খ) ঝগঝ গ) গগঝ ঘ) টেলিমেডিসিন ২৬. টাইটেল বার কোথায় থাকে? ক) এক্সেল উইন্ডোতে খ) মোবাইলে গ) কম্পিউটার নেটওয়্যার্কে ঘ) হার্ডওয়্যারে ২৭. নেটওয়ার্ক মিডিয়া হলো- র. কো-এক্সিয়েল ক্যাবল রর. অপটিক্যাল ফাইবার ররর. এনআইসি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৮. নিচের কোনটি সামাজিক নেটওয়ার্ক? ক) গুগল খ) ইয়াহু গ) রিং ঘ) টুইটার ২৯. বেশির ভাগ অনলাইনে কীসের শক্তিমাত্রা যাচাই এর সুযোগ থাকে? ক) কম্পিউটারের খ) মোবাইলের গ) প্রতীকের ঘ) পাসওয়ার্ডের ৩০. সিস্টেম সফটওয়্যার হলো- র. লিবরা অফিস রর. উইন্ডোজ ররর. লিনাক্স নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩১. লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি? ক) ব্যান্ডউইথ খ) ক্লাউড কম্পিউটিং গ) স্যাটেলাইট ঘ) স্টার টপোলজি ৩২. বার্ত আদান-প্রদানে কি ব্যবহার করা হয়? ক) কম্পিউটার খ) মডেম গ) নেটওয়ার্ক ঘ) হার্ডওয়্যার ৩৩. ই-বুক কী ধরনের সেবার মধ্যে পড়ে? ক) আইনগত সেবা খ) জমি সংক্রান্ত সেবা গ) নাগরিক সেবা ঘ) মতামত প্রকাশের সেবা ৩৪. কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে? ক) সেল খ) সারি গ) কলাম ঘ) ওয়ার্কবুক