অনলাইন ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট বার্তা থেকেই প্রথম ভূমিকম্পের খবর পান নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মোদি।
তিনি বলেন, কৈরালা তাকে ফোন করে জানিয়েছেন ওই টুইট ছিল তার প্রাথমিক তথ্যের উৎস।
২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেসময় কৈরালা সরকারি সফরে থাইল্যান্ডে ছিলেন।