ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লরিয়াসের শুভেচ্ছাদূত ফ্র্যাঙ্কলিন

প্রকাশিত: ০৬:৩১, ২৮ এপ্রিল ২০১৫

লরিয়াসের শুভেচ্ছাদূত ফ্র্যাঙ্কলিন

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের প্রথম অলিম্পিকে অংশ নিয়েই সবাইকে বিস্ময় উপহার দিয়েছিলেন মিসি ফ্র্যাঙ্কলিন। জিতে ছিলেন চার স্বর্ণপদক। এরপর সাঁতারের বিশ্ব আসরেও চমক দেখান তিনি। এবার জয় করেন ৬ স্বর্ণপদক। সে কারণে ১৮ বছর বয়সেই গত বছর লরিয়াস বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের পুরস্কার জয় করেন ফ্র্যাঙ্কলিন। এবার তাকে এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। শুভেচ্ছাদূত হিসেবে প্লেওয়ার্কস নামের একটি যুব উন্নয়ন সংস্থার হয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেবেন। এই সংস্থাটির আর্থিক সহযোগী হিসেবে বিশ্বব্যাপী সংশ্লিষ্ট আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ। এখনও বার্কেলিতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন করছেন ফ্র্যাঙ্কলিন। তবে সাঁতারে বিস্ময়কর ক্ষমতা দেখিয়ে ইতোমধ্যেই বিশ্বকে জয় করেছেন। সারাবিশ্বের মানুষ এখন নাম জানে তাঁর। আর এ কারণেই ফ্র্যাঙ্কলিন লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন। তিনিই এক্ষেত্রে সর্বকনিষ্ঠ। এবার তাকে আরও বড় একটি মর্যাদা দিয়েছে লরিয়াস। সম্প্রতিই লরিয়াসের অধীনে প্লেওয়ার্কস সংস্থাটির জুনিয়র কোচ সম্মেলন অনুষ্ঠিত হয় স্যান ফ্রান্সিসকোয়। সেখানে তাকে ভূষিত করা হয় লরিয়াস ক্রীড়ার ভাল কিছু করার শুভেচ্ছাদূত হিসেবে। নতুন এ মর্যাদা পাওয়ার পর দারুন খুশি ফ্র্যাঙ্কলিন। তিনি বলেন, ‘গত বছর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছিলাম এবং এখন শুভেচ্ছাদূত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। এখন আমার সুযোগ এসেছে ক্রীড়ার সত্যিই ক্ষমতা আছে অনেক কিছুতে পরিবর্তন আনার এই ধারণাটাকে আরও প্রতিষ্ঠিত করার। আমি লরিয়াসের সঙ্গেই আছি যেহেতু তাদের প্লেওয়ার্কসের সঙ্গে একটি চুক্তি চলমান রয়েছে। এখন আমি বিশ্বাস করি বাচ্চাদের ক্রীড়াক্ষেত্রে যে সক্ষমতা রয়েছে তারা সেটায় সঠিকভাবে অংশগ্রহণ করে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে এবং আমি সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারব।’ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির চেয়ারম্যান এডউইন মোসেস। ফ্র্যাঙ্কলিনকে শুভেচ্ছাদূত করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের জন্যও এটা অনেক সম্মানের যে মার্কিন অলিম্পিয়ান এবং লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ মিসি ফ্র্যাঙ্কলিনকে আমরা নতুন শুভেচ্ছাদূত হিসেবে পেয়েছি। ক্রীড়াক্ষেত্রে সফলতার মাধ্যমে মিসি অনেক বড় উদাহরণ হিসেবে দেখিয়েছেন কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োগ কিভাবে কোনকিছু অর্জনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। আমরা তাকে বিশেষ একটি কাজের সঙ্গে যুক্ত করেছি যাতে আরও অনেক তরুণ ক্রীড়াকে একটি মাধ্যম হিসেবে নিয়ে নিজেদের জীবনটাকে বদলাতে পারে।’ ২০১৭ পর্যন্ত মার্সিডিজ বেঞ্জের মাধ্যমে লরিয়াস আর্থিক সহায়তা দিয়ে যাবে প্লেওয়ার্কসকে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, মিশিগান, এ্যারিজোনা, জর্জিয়া ও প্যাসিফিক নর্থওয়েস্টে এ প্রচারাভিযান চালানোর জন্য মোট ১৫ লাখ মার্কিন ডলার প্রদান করবে লরিয়াস।
×