চিত্রকলা
ক্যানভাসে তার রঙ্গের বাহার
দেখছি কেবল তাকিয়ে
‘এ ছবিটার মর্মার্থ কি
জানেন শুধু আঁকিয়ে।’
জিগ্যেস করি, ‘ কি এঁকেছেন,
পিছনে ঘাড় বাঁকিয়ে।
শিল্পী বলেন, বুঝতে নেই সব
চিত্রকলার ফাঁকি এ।’
গুগল
কোথায় কখন কি ঘটেছে
ইতিহাসের পাতায়
খুঁজতে গিয়ে জানতে গিয়ে
জট লেগে যায় মাথায়।
কোন ঘটনা কত সালে
বিশ্বে ঘটায় বিপ্লব
চাঁদে মানুষ-লাইকার ছবি
পাবো কোথায় এ সব ?
কে পেয়েছে নোবেল কখন
কে হয়েছে নিঃস্ব
সব খবরই দিচ্ছে গুগল
হাতের মুঠোয় বিশ্ব।
পরামর্শ
ক্ষুধার নাকি অনেক জ্বালা
তাই কবিরাজ মালিখাঁ
ক্ষুধার্তকে পথ্য লিখেন
‘ কাগজ কলম কালি খা।
এতে যদি না ভরে পেট
কাদা মাটি বালি খা।’
পথ্যদাতার আদি নিবাস
মাগুরাতে, শালিখা।
আমি
আমিতো ভাই গ্রামের ছেলে
গেঁয়ো ভুতুম গাইয়া
বড় হয়েছি নদী পুকুর
ডোবার জলে নাইয়া।
গাছের ডালে যতোই উঠি
তরতরিয়ে বাইয়া-
ভুলি না কখনো গ্রামকে
শহর কাছে পাইয়া!