ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানিতে পদ্মা সেতুর হ্যামার তৈরি হচ্ছে

প্রকাশিত: ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০১৪

জার্মানিতে পদ্মা সেতুর হ্যামার তৈরি হচ্ছে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর পাইল স্থাপনের জন্য তিন হাজার টন ওজনের হ্যামার তৈরি হচ্ছে জার্মানিতে। পৃথিবীর একমাত্র জার্মানির ‘মাংচ’ নামের প্রতিষ্ঠান এ হ্যামার তৈরি করে থাকে। তাই সেখানে তৈরি হচ্ছে এই বিশেষ হ্যামার। পাইলগুলো ১২০ মিটার মাটির নিচে পুঁতবে এই হ্যামার। এদিকে ১২টি ট্রায়াল পাইল তৈরি হচ্ছে চীনে। একই সঙ্গে ১২টি ট্রায়াল পাইল নিয়ে ডিসেম্বরের শেষের দিকে চীন থেকে জাহাজ রওনা হবে। সঙ্গে আরও ভারি ইকুইপমেন্ট থাকবে। ট্রায়াল পাইলের হ্যামার তৈরি হচ্ছে সিঙ্গাপুরে। ১২টি ট্রায়াল পাইল স্থাপন করা হবে মূল পাইলের ৫০ মিটার দূরে। পদ্মা সেতুর মোট ২৬৪টি পাইলের মাঝে মাঝে এই ১২টি ট্রয়াল পাইল স্থাপন করা হবে পরীক্ষামূলকভাবে। জানুয়ারি শেষের দিকে এ পাইল স্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। ৪২টি পিলারের ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ এ সেতুটি নির্মিত হবে। ১৫০ মিটার পর পর এ পিলার। সেতুর দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, মূল পদ্মা সেতুর কাজকে তিন ভাবে বিভক্ত করা হয়েছে। প্রথমটি মাটি পরীক্ষা। এটি ইতোমধ্যে শুরু হয়েছে। ব্রিজের কাজ যতদিন চলবে, তত দিনই মাটি পরীক্ষার কাজও চলবে। দ্বিতীয়টি হচ্ছে সাব স্ট্র্যাকচার। এটি পাইল থেকে ক্যাব পর্যন্ত। যা আগামী জানুয়ারির শেষের দিকে শুরু হবে। তৃতীয়টি হচ্ছেÑ সুপার স্ট্র্যাকচার। এটি কলাম এবং আপার ডেক (স্লাভ)। তখনই ব্রিজ সম্পন্ন হবে। এটি হতে ২০১৮ সালের ডিসেম্বর। প্রায় ৫ হাজার কোটি টাকার এ সেতুর দ্বিতীয় ধাপের কাজ শেষ হতে পারে ১৬ সালে শেষের দিকে। এরপরই তৃতীয় ধাপ শুরু হবে। দুই পাড়ের কনস্ট্রাকশন ইয়ার্ডেই এখন চলছে হুলস্থুল কাজ। মাওয়া প্রান্তের কুমারভোগে এবং ওপারের শরীয়তপুরের মাঝিকান্দিতে এখন চলছে ওয়ার্কশপ, কংক্রিট তৈরির জন্য ব্যাচিং প্লান তৈরিসহ নানারকমের কাজ।
×