
ছবি: সংগৃহীত।
বিকল্প ধারার রাজনীতির স্বপ্ন ও জনগণের সরাসরি অংশগ্রহণের প্রত্যয়ে বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘আপ বাংলাদেশ’।
আজ ৮ আগস্ট ২০২৫, এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ঘোষণা করে ৪৩ সদস্যের বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটি, যার নেতৃত্বে রয়েছেন জেলার নানা পেশার উদ্যোগী, চিন্তাশীল এবং সমাজসচেতন তরুণ প্রজন্ম।
বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটি (আপ বাংলাদেশ):
• আহ্বায়ক: মোঃ মনিরুল ইসলাম
• যুগ্ম আহ্বায়ক- নাঈম আহমেদ, সাগর বিশ্বাস, মোঃআল আমিন ইজারাদার, শেখ সাইফুল ইসলাম
• সদস্য সচিব: মুহাম্মদ হেলাল
• যুগ্ম সদস্য সচিব: মুশফিকা ইফফাত তমা, কে-এম-সাকিব, হুসাইন শেখ, হামিম হুসাইন ।
এই কমিটি গঠিত হয়েছে প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর সুপারিশক্রমে, এবং তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়-
“আমরা বিশ্বাস করি, রাজনীতি কেবল প্রতিশ্রুতির খেলা নয়, এটি হতে হবে জনগণের জীবনের বাস্তব সংকটের প্রতিক্রিয়া। উন্নয়নের কথা বলার আগে দরকার স্থানীয় বাস্তবতার প্রাঞ্জল বিশ্লেষণ ও সুস্পষ্ট সমাধান।”
‘আপ বাংলাদেশ’ এর বাগেরহাট জেলা কমিটি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার প্রতিটি স্তরে জনগণের অংশগ্রহণভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।
নেতৃবৃন্দ বলেন-
“আমরা নতুন এক রাজনৈতিক ভাষা ও সংস্কৃতির পথ খুঁজছি- যেখানে জনগণ কেবল ভোটার নয়, হয়ে উঠবে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার। তরুণদের স্বপ্ন, নারী-পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ, এবং এলাকার বাস্তব অভিজ্ঞতা মিলিয়ে আমরা গড়ে তুলছি দুর্বৃত্তায়নমুক্ত একটি রাজনৈতিক বিকল্প।”
মিরাজ খান