ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

যারা বাংলাদেশের মানুষের কাছে বেহেশতের টিকেট বিক্রি করে থাকেন তারা ফেসবুকে ফেক আইডি খুলে নানাভাবে মিথ্যা প্রচার করছেন: এস.এম জিলানী

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৭:১২, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:১৫, ৮ আগস্ট ২০২৫

যারা বাংলাদেশের মানুষের কাছে বেহেশতের টিকেট বিক্রি করে থাকেন তারা ফেসবুকে ফেক আইডি খুলে নানাভাবে মিথ্যা প্রচার করছেন: এস.এম জিলানী

ছবি: জনকণ্ঠ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে ভোলার জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেছেন, গাজীপুরে সাংবাদিক হত্যার বিষয়ে ফেসবুকে তারা অপপ্রচার চালাচ্ছেন। ছিনতাই করতে গিয়েছিলো কিছু কিশোর গ্যাং। স্থানীয় এক সাংবাদিক সেই ছিনতাইয়ের ঘটনার ভিডিও করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যার সাথে জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটাই হওয়া উচিত। কিন্তু বট বাহিনী যারা বেহেশতের টিকেট বিক্রি করে থাকে তারা হঠাৎ করে তাদের ফেইক আইডির মধ্য দিয়ে প্রচারণা চালিয়ে যে, বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে সাংবাদিক হত্যা করেছে। ঘটনা কি আর চলে গেলো কোথায়?

তিনি আরও বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্র বা জবর দখল করে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চায়। জনগণ যদি তার ম্যান্ডেট বিএনপির পক্ষে দেয়, বিএনপি ক্ষমতায় যাবে, এটাইতো আমাদের সংবিধান।

তিনি আরো বলেন, একটা গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও তালবাহানা করছে এবং নানা ধরনের কথা বার্তা বলছে। বিশেষ করে এই গোষ্ঠীটি যারা বাংলাদেশের মানুষের কাছে বেহেশতের টিকেট বিক্রি করে থাকেন। তারা ফেসবুকে ফেক আইডি খুলে নানাভাবে মিথ্যা প্রচার করছেন। বিএনপিকে হেয় করার জন্য নানান পরিকল্পনা হাতে নিয়েছেন।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি রফিকুল ইসলাম, নেছার হোসেন শফি, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক গোলাম মেরশেদ রাসেল, অর্থ সম্পাদক কামরুজ্জামান হিরা, সহ-দপ্তর সম্পাদক ওসমান গণি, সদস্য রাকিবুল হাসান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দও অংশ নেন।

আবির

আরো পড়ুন  

×