
ছবি: জনকণ্ঠ
ঢাকার ধামরাইয়ের অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) রাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর আদর্শ গ্রামে কাশেম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিপ্লব কূজুর (৪৫) ও সুধীর তিগ্যা (৪৫)। এরা উভয়ই রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। ছোট কালামপুর কাশেম এর বাসায় ভাড়া থাকে বিপ্লব কূজুর বিসিক শিল্প নগরীর একটি সুতার কারখানায় কর্মরত ছিলেন ও সুধীর তিগ্যা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
জানা যায়, গত বুধবার উভয়ই মদ্যপানে অসুস্থ্য হয়ে পড়লে বাসায় রেখে তাদের চিকিৎসা প্রদান করে। পরে আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় তার উভয়ই মৃত্যুবরণ করে।
সকালে প্রতিবেশী ভাড়াটিয়া দেখে তারা বিছানায় এমনভাবে পড়ে আছে মনে হয় মৃত। তখন লোকজন ডাকলে বাড়ির মালিক কাশেম এসে দেখে তারা মারা গেছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আবির