
ছবি: সংগৃহীত
জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে বিকট শব্দের ড্রেজার মেশিন ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় নদের গর্ভে বাড়িঘর ধসে পড়াসহ শব্দ দূষণে অসংখ্য মানুষের শ্রবণ সমস্যা হওয়ায় অবিলম্বে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভনি বেগম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে বিকট শব্দের ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে রাতদিন ২৪ ঘণ্টা অবৈধভাবে বালি উত্তোলন করছে। ব্রহ্মপুত্র নদ থেকে বালি উত্তোলন করায় নদের তীরের বহু বসতবাড়ি ও গাছপালা নদের গর্ভে ধসে পড়ছে। এছাড়াও হুমকির মুখে পড়েছে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক।
বক্তারা আরও বলেন, ড্রেজার মেশিন ও বাল্কহেডের বিকট শব্দে শিশু থেকে বৃদ্ধসহ অসংখ্য মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন। এই ড্রেজার মেশিন ও বাল্কহেড দ্রুত বন্ধ করতে না পারলে বহু বসতবাড়ি নদের গর্ভে হারিয়ে যাবে।
এলাকাবাসীর দাবী, নদের তীরের অসংখ্য বাড়িঘর ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক ধসে পড়ার কবল থেকে রক্ষা করতে হবে। এছাড়াও স্থানীয় অসংখ্য মানুষকে শ্রবণ প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে দ্রুত অবৈধ বালি উত্তোলন ও শব্দ দূষণ বন্ধ করতে হব। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন এলাকাবাসী।
রাকিব