
কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'। শহীদ স্মরণ, আলোচনা সভা, সংবর্ধনা ও বিজয় র্যালিতে মুখর ছিল পুরো জেলা।
সোমবার সকালে কুমিল্লা নগরীর উত্তর রামপুর এলাকায় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। এছাড়াও জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয় র্যালির আয়োজন করা হয়।
সজিব