ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

মাদারীপুরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৯:১৩, ৫ আগস্ট ২০২৫

মাদারীপুরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও র‌্যালি

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে মাদারীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা আলম ঢালী ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে পৌরসভার সামনে দিয়ে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী এ বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন। সদর উপজেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এ বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। পরে ডিসি ব্রিজ এলাকায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব জাহান্দার আলী জাহান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মুর্তজা আলম ঢালী।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে তার আসল ঠিকানা ভারতে চলে গেছেন। তবে তার দোসররা এখনও দেশের মধ্যে ঘাপটি মেরে রয়েছেন। তাই তাদের সম্পর্কে বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ অনেক কষ্টে বিজয় অর্জন করা হয়েছে। এ বিজয়কে ধরে রাখতে হবে।”

আফরোজা

×