ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

গলাচিপায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প,পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা 

স্টাফ রিপোর্টার, গলাচিপা

প্রকাশিত: ১৯:১৭, ২১ জুলাই ২০২৫

গলাচিপায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প,পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা 

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অধীন ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও ৪৪ বীর ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চর্ম, মেডিসিন ও গাইনীসহ বিভিন্ন বিভাগের রোগীদের সেবা দেন সেনাবাহিনীর ১৪ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। 

দিনব্যাপী পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়াও রোগীদের বিভিন্ন পরামর্শ দেন চিকিৎসকরা।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার বিএ-৪৪২৭ মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এর নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হয়। এসময় ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বিএ-৪৬৮৯ ব্রিগেডিয়ার জেনারেল মো. সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা নেওয়া কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, এমন আয়োজন সাধারণ মানুষের জন্য খুবই উপকারী ও প্রশংসনীয়। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুধু নিরাপত্তা নয়, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কাজেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এ ধরনের উদ্যোগ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

Mily

আরো পড়ুন  

×