
ছবিঃ জনকণ্ঠ
নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী পৌরসভাকে ব্লু সিটিতে রূপান্তর করার জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“নীলফামারী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক শহরে রূপান্তরের লক্ষ্যে আমরা ব্লু-সিটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। শহরের প্রতিটি সড়কের পার্শ্বের দেয়াল ও স্থাপনাকে নীল রঙে সাজানো হবে, যাতে করে শহরের নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। শুধু রঙ নয়, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ নানা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় পৌর প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, কর্মপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিক প্রমূখ। এসময় পৌর এলাকাকে ব্লু-সিটিতে রুপান্তর করতে নানা ধরনের পরামর্শ দেন বক্তারা।
এদিকে উক্ত মতবিনিময় সভা শেষে একই স্থানে সংবাদকর্মীদের নিয়ে ভূমি মেলার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, তিন দিনব্যাপী ভূমি মেলায় জেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী, ভূমি সেবা সম্পর্কিত অডিও-ভিডিও প্রচার, গণশুনানী, কৃষি খাস জমি বন্দোবস্ত, লিফলেট বিতরণ ও ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান সহ ১৭৯ টি নামজারীর আবেদন করা হয়।
এছাড়াও ১৭টি এল.এ কেসের মাধ্যমে ৫ কোটি ৩০ লাখ ৭ হাজার ৭৯৫টাকার চেক বিতরন এবং সাধারন ও সংস্থার ৫লাখ ৩২ হাজার ৩০৫ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
আলীম