ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৩:৫৮, ২৭ মে ২০২৫

মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

ছবি : প্রতীকী

সাভারের আশুলিয়ায় মাদকের টাকা না পেয়ে মা সুফিয়া খাতুন (৬০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আওলাদ বেপারী (৩২)–এর বিরুদ্ধে। সোমবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া খাতুন ওই এলাকার নেহাজুদ্দিন বেপারীর স্ত্রী।
স্থানীয়রা জানান, আওলাদ নিয়মিত মাদক সেবন করত এবং তার মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। ওই রাতে সুফিয়া খাতুন নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন। এসময় মায়ের কাছে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ছেলে আওলাদ। পরে স্থানীয়রা সুফিয়া খাতুনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে।”

সা/ই

×