ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

শরিফুল রোমান, মুকসুদপুর (গোপালগঞ্জ):

প্রকাশিত: ১২:৩৩, ২৭ মে ২০২৫; আপডেট: ১২:৩৪, ২৭ মে ২০২৫

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

গোপালগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৫ মে) গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক আলোচনা সভা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব বিশ্বজিৎ কুমার পাল এবং গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিমা হীরা তমা ও শাহানাজ পারভীন শিলু।

অনুষ্ঠানে ‘হালখাতা’ নামে জেলা শিল্পকলা একাডেমির বাৎসরিক প্রকাশনা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় অতিথিদের দ্বারা, যা বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিবছর প্রকাশিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ গোপালগঞ্জ শাখাসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’ এবং কাজী নজরুল ইসলামের নাটক ‘লিচু চোর’। নাটক দুটি নির্দেশনা দেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক মাহফুজ রিপন।

নুসরাত

×