
ছবিঃ সংগৃহীত
বাংলা ক্যালেন্ডারে এখন জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মের প্রখরতা যেখানে সবচেয়ে বেশি অনুভূত হওয়ার কথা, সেখানে রাজশাহীর আকাশ যেন নিজের ছকে চলছে না। এই রোদ এই বৃষ্টি সব মিলিয়ে শহরজুড়ে বিরাজ করছে এক খেয়ালি প্রকৃতি।
জ্যৈষ্ঠ মাস সাধারণত খরাপ্রবণ হলেও এ বছর ব্যতিক্রমী আবহাওয়ার দেখা মিলছে রাজশাহীতে। দিনে কখনো রোদের দাপট আবার হঠাৎ করে বিকেলের আকাশ কালো করে নামে এক পশলা বৃষ্টি। ঠান্ডা বাতাস আর জমে থাকা মেঘ এর আস্তরণে ভরপুর সন্ধ্যাগুলো যেন বিশেষ এক বার্তা দিচ্ছে।
পাখিরা ভেজা পালকে উড়ে বেড়ায় আনন্দে, গাছের পাতায় বৃষ্টির ফোঁটা টুপটাপ করে পড়ে তৈরি করছে মনোমুগ্ধকর দৃশ্য।
শহরের নানা প্রান্তে, বিশেষ করে মোড়ের টং দোকানে দেখা যাচ্ছে মানুষের জটলা এক কাপ চা । গল্পের ফাঁকে হঠাৎ বৃষ্টির ছোঁয়া হয়ে উঠছে স্মৃতির খোরাক । অফিসফেরত মানুষদের কেউ ছাতা হাতে, কেউবা অর্ধভেজা হয়ে ফিরছেন বাড়ি। এই ব্যস্ত নগরী যেন কিছুটা থেমে গিয়ে প্রকৃতির সৌন্দর্যে ডুবে যাচ্ছে
প্রতিদিন সন্ধ্যা নামলেই নামে নতুন এক পশলা বৃষ্টি। এমন রোমান্টিক আবহাওয়া উপভোগ করছেন রাজশাহীর নাগরিকরা। জ্যৈষ্ঠের এই ব্যতিক্রমী রূপ শহরের প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক অনন্য আশীর্বাদ।
প্রকৃতি তার নিজস্ব রঙে রাঙিয়ে তুলেছে রাজশাহীকে। এ যেন জ্যৈষ্ঠের খররোদ আর অঝোর ধারার এক অপূর্ব মেলবন্ধন।
আলীম