ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

একান্ত সাক্ষাৎকারে ফোরাম প্রার্থী সাকিফ আহমেদ সালাম

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য উপযোগী নীতি তৈরি ও বাস্তবায়

নুর উদ্দীন খান সাগর, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০১:১১, ২৭ মে ২০২৫

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য উপযোগী নীতি তৈরি ও বাস্তবায়

সাকিফ আহমেদ সালাম

সাকিফ আহমেদ সালাম দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্ট ও অর্থনীতিতে (ডাবল মেজর) পড়ালেখা শেষ করে দেশে ফিরে ব্যবসার হাল ধরেছেন। দেড় যুগেরও বেশি সময় ধরে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত তিনি। বিশিষ্ট শিল্পপতি এমএ সালামের বড় ছেলে সাকিফ সালাম। চট্টগ্রাম চেম্বারে টানা দু’বার পরিচালক ছিলেন। কাজ করে যাচ্ছেন সামাজিক উন্নয়ন কর্মকা-েও।
বিজিএমইএর পর্ষদ নির্বাচনে ফোরাম প্যানেল থেকে নির্বাচন করছেন এই তরুণ উদ্যোক্তা। একই প্যানেল থেকে নির্বাচন করছেন বাবা আবদুস সালামও। পোশাক শিল্পের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন, এই ফোরাম প্রার্থী। বিজিএমইএ নির্বাচনে সাকিফ আহমেদ সালামের ব্যালট নম্বর ৩১, বাবা আবদুস সালামের ব্যালট নম্বর ২। নির্বাচন ও নানা বিষয় নিয়ে জনকণ্ঠের চট্টগ্রাম অফিসের নুর উদ্দীন খান সাগরের সঙ্গে কথা বলেছেন তিনি। 
জনকণ্ঠ : বিজিএমইএ নির্বাচনকেন্দ্রিক জোট ‘ফোরাম’ থেকে আপনি প্রথমবার নির্বাচন করছেন। বিজয়ী হলে বিজিএমইএ সদস্যদের জন্য কি কাজ করবেন?
সাকিফ আহমেদ সালাম : বিজয়ী হলে প্রথম লক্ষ্য হবে সদস্যসেবার সহজীকরণ, জবাবদিহিমূলক পরিচালনা এবং দক্ষতাভিত্তিক উদ্ভাবনী সেবা চালু করা। সদস্যদের প্রাত্যহিক চ্যালেঞ্জের বাস্তবসম্মত সমাধান এবং সর্বস্তরে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে চাই।
জনকণ্ঠ : বর্তমানে এসএমই খাত প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই পরিস্থিতি উন্নয়নে আপনার পদক্ষেপ কি থাকবে?
সাকিফ আহমেদ সালাম : আমি এসএমই উদ্যোক্তাদের জন্য আলাদা সাপোর্ট সেল গঠন, সহজতর নীতিমালা, প্রশিক্ষণ এবং বায়ার অ্যাকসেস উন্নয়নের জন্য উদ্যোগ নেব। তাদের স্টেকহোল্ডারদের সামনে সঠিকভাবে তুলে ধরতে বিজিএমইএ প্ল্যাটফর্মকে আরও কার্যকর করব।
জনকণ্ঠ : ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অনুকূলে কোন নীতি-সহায়তা আশা করছেন?
সাকিফ আহমেদ সালাম : আমি চাই এসএমইদের জন্য থাকবে সহজতর ব্যাংক ঋণপ্রাপ্তি, বন্ড সুবিধা, কমপ্লায়েন্স ফান্ড, ট্রেনিং স্কিম এবং লজিস্টিক সাপোর্ট। এসবের মাধ্যমে তারা নিজস্ব সক্ষমতা তৈরি করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য উপযোগী নীতি  তৈরি ও বাস্তবায়নে কাজ করব।
জনকণ্ঠ : আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাস্টমসে এসএমই খাতের ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের জটিলতার কথা শোনা যায়। সেগুলোর সমাধানে আপনি কি করবেন?
সাকিফ আহমেদ সালাম : আমি কাস্টমস ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওয়ান-স্টপ সমাধান প্ল্যাটফর্ম চালু করতে চাই, যাতে এসএমই উদ্যোক্তারা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পান। প্রয়োজনে নির্দিষ্ট সমস্যাগুলোর উপর স্টাডি করে সুপারিশ উপস্থাপন করব।
জনকণ্ঠ : গ্যাস-বিদ্যুৎ, বন্ড সংকট নিয়ে সিংহভাগ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সংকট উত্তোরণে আপনার কি ভূমিকা থাকবে?
সাকিফ আহমেদ সালাম : আমি বিশ্বাস করি, শিল্পের জন্য প্রয়োজনীয় ইউটিলিটি নিরবচ্ছিন্ন সরবরাহ একটি মৌলিক অধিকার। নির্বাচিত হলে এই সমস্যাগুলো নিয়ে উচ্চ পর্যায়ে নীতি-নির্ধারকদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও চাপ সৃষ্টি করব, এবং সময়সীমা নির্ধারিত রেসপন্স প্ল্যাটফর্ম চালুর জন্য পদক্ষেপ নেব।
জনকণ্ঠ : চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও ছোটখাটো যে কোনো প্রয়োজনেও ব্যবসায়ীদের ঢাকায় যেতে হয়। আপনার অবস্থান জানতে চাই?
সাকিফ আহমেদ সালাম : আমার দৃঢ় মত- চট্টগ্রাম অঞ্চলের জন্য ডিজিটাল ও ভৌত অবকাঠামোতে শক্তিশালী বিজিএমইএ সার্ভিস সেন্টার চালু হওয়া দরকার। প্রয়োজনীয় সকল সেবা যেন চট্টগ্রামেই পাওয়া যায়, সেজন্য নীতিমালায় আঞ্চলিক ভারসাম্য আনার জন্য আমি সক্রিয়ভাবে কাজ করব।

×