ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নদীতে গোসলের সময় ডুবে শিশুর প্রাণহানি, ডুবুরি দল উদ্ধার করলো লাশ

মোঃ আইয়ুব মন্ডল, কন্ট্রিবিউটিং রিপোর্টার, গাইবান্ধা

প্রকাশিত: ২১:১২, ২৬ মে ২০২৫

নদীতে গোসলের সময় ডুবে শিশুর প্রাণহানি, ডুবুরি দল উদ্ধার করলো লাশ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের নলেয়া নদীর মাদারহাট ব্রীজে আজ সোমবার বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ভ্যানচালক আসাদুলের ছেলে বোরহানের (১০-১১ বছর) লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর অবশেষে শিশুটির নিথর দেহ খুঁজে পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান তার দুই বন্ধুর সাথে আজ সকালে নলেয়া নদীর মাদারহাট ব্রীজের উপর থেকে নদীতে গোসল করতে নামে। তারা তিনজন একসাথে লাফ দিলে, অন্য দুইজন শিশু সাঁতরে পাড়ে উঠতে পারলেও বোরহান পানিতে তলিয়ে যায় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘটনাটি জানাজানি হওয়ার পর গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেদের সহায়তায় তারা জাল দিয়ে সন্ধান চালান। পরবর্তীতে শিশুটিকে খুঁজে বের করার জন্য ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩ ঘণ্টা একটানা চেষ্টার পর অবশেষে তারা বোরহানের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। এই মর্মান্তিক সংবাদে এলাকায় শোকের ছায়া আরও গভীর হয়েছে।

নিখোঁজ বোরহানের বাবা আসাদুল এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছেলের লাশ উদ্ধারের খবরে ভেঙে পড়েছেন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

এই হৃদয়বিদারক ঘটনাটি আবারও গ্রীষ্মকালে শিশুদের নদীতে গোসল করার সময় অভিভাবকদের চরম সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। নদীর গভীরতা, স্রোত এবং ব্রীজের উচ্চতা সম্পর্কে অসচেতনতা এমন ভয়াবহ পরিণতির দিকে ধাবিত করতে পারে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

 

রাজু

×