ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিল্ক নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখেছেন রাজা

তানভীরুল আলম তোহা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:২৭, ২৬ মে ২০২৫

সিল্ক নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখেছেন রাজা

সিল্কের প্রসঙ্গ আসলেই চলে আসে রাজশাহীর নাম। চোখে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর এক মোলায়েম শাড়ীর কথা। রাজশাহী জেলা প্রাচীনকাল থেকেই রেশম ও রেশমজাত পণ্য উৎপাদন এবং রপ্তানিতে ভারতবর্ষের যেকোনো অঞ্চলের তুলনায় শীর্ষ স্থানে অবস্থান করে এসেছে।

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজশাহীর রেশম শিল্প। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক সাহসী উদ্যোগ নিয়েছেন রাজা নামের এক উদ্যোক্তা। রাজা সিল্ক ফ্যাক্টরি নামে তিনি চালু করেছেন একটি সিল্ক তৈরির কারখানা, যেখানে বর্তমানে কাজ করছেন ৪০ জন দক্ষ কর্মচারী।

এই কারখানায় নিখুঁত যত্নে তৈরি হচ্ছে উন্নতমানের সিল্কের শাড়ি ও অন্যান্য কাপড়। আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ কারিগরদের মেলবন্ধনে প্রতিটি পণ্যেই থাকছে গুণগত মানের নিশ্চয়তা। রাজা সিল্ক ফ্যাক্টরিতে তৈরি সিল্ক কাপড় এখন পাইকারি দরে সরবরাহ করা হচ্ছে রাজশাহী শহরের বিভিন্ন দোকানে।

তবে এখানেই থেমে নেই রাজার স্বপ্ন। ভবিষ্যতে তিনি নিজস্ব ব্র্যান্ডের আউটলেট চালু করার পরিকল্পনা করছেন, যাতে দেশব্যাপী ভোক্তারা সরাসরি রাজা সিল্ক হাউজের তৈরি সিল্কের পণ্য কিনতে পারেন।

উদ্যোক্তা রাজা বলেন, রাজশাহীর সিল্ককে দেশ বিদেশে আরও পরিচিত করতে চাই, সিল্ক শুধু কাপড় নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের অহংকার, এই উদ্যোগ রাজশাহীর সিল্ক শিল্পে নতুন গতি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

রাজু

×