
ছবি: দৈনিক জনকন্ঠ।
হবিগঞ্জের সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে (পুশ-ইন) দেওয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে এসব তথ্য দেন।
তিনি বলেন, ‘পুশ-ইন হওয়া সবাই বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। তাদের ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আটকের পর কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে ঠেলে দেয় বিএসএফ।’
ওসি আরও বলেন, ‘এই ১৯ জন নারী, পুরুষ ও শিশুর কুড়িগ্রাম জেলার ৩টি পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে পরিবারগুলো প্রায় ১৫ বছর ধরে ভারতে ছিল।’
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুল ইসলাম মাহবুব বলেন, ‘পুশ ইন হওয়া সবাই কালেঙ্গা সীমান্তে বিজিবির পাহাড়ায় রয়েছে। আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। বিস্তারিত পরে বলা যাবে।”
মিরাজ খান