ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আখাউড়ায় ভূমি সেবা সহজ করতে শুরু হলো ভূমি মেলা

মো সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২:৪৬, ২৫ মে ২০২৫

আখাউড়ায় ভূমি সেবা সহজ করতে শুরু হলো ভূমি মেলা

ছবি: দৈনিক জনকন্ঠ।

'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি'- এই প্রতিপাদ্যের আলোকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র‍্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ভূমি অফিস আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ফয়সল উদ্দিন। 

এসময় মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারন সম্পাদক আক্তার খান, ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, আশতোষ ভৌমিক, সাদ ইবনে আলম,আব্দুর রহমান, নাজির আশীষ দাস ও আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। মেলায় আগত নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি আস্থা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মিরাজ খান

×