ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সুন্দরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ২৫ মে ২০২৫

সুন্দরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি'-এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র‍্যালি অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর জামায়াতের আমীর একরামুল হক, সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সংগঠক আজিজুর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু প্রমুখ।

ভূমি কর পরিশোধের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে একদিকে যেমন রাষ্ট্রীয় রাজস্ব বাড়ে, অন্যদিকে জমির মালিকানা থাকে সুরক্ষিত ও নির্ভরযোগ্য।বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উদ্যোগে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই ভূমি কর পরিশোধের সুযোগ তৈরি হয়েছে যা ভূমি ব্যবস্থাপনায় এনেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা।

আয়োজকরা জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। মেলায় আগত নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি আস্থা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আফরোজা

×