
ছবি: জনকণ্ঠ
শারীরিক প্রতিবন্ধকতা তাঁর অগ্রযাত্রায় বাধা হতে পারেনি। এক পা না থাকা সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করে নিজে বাঁচছেন, বাঁচাচ্ছেন পরিবার—এভাবেই এগিয়ে চলেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের হাফেজ মোঃ রবিউল্লাহ।
প্রতিদিন সকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিশুদের মক্তব পাঠ করান সম্পূর্ণ বিনামূল্যে। বাকি সময়টুকু অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। নিজের শ্রমেই জীবনের প্রয়োজন মেটান তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাফেজ রবিউল্লাহ একজন অত্যন্ত ধার্মিক, পরিশ্রমী ও আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ। কারো দানের উপর নির্ভর না করে নিজ পরিশ্রমেই বেছে নিয়েছেন জীবন সংগ্রামের পথ।
হাফেজ রবিউল্লাহ জনকণ্ঠকে বলেন, “আমার একটি পা নেই, তবে পরিশ্রমের শক্তি আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) ভিক্ষা করতে নিষেধ করেছেন। নবীর সেই আদর্শকে ধারণ করেই আমি নিজের এবং পরিবারের জন্য পরিশ্রম করছি। স্ত্রী-সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে-পরে ভালো আছি।”
নবীর আদর্শ অনুসরণ করে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করছেন হাফেজ রবিউল্লাহ। তাঁর জীবনের এই লড়াই আজ আমাদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সাব্বির