
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল জব্দ করা হয়।
সোমবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় টাঙ্গাইলের মধুপুরের হরিণধরা এলাকা থেকে এই আলোচিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মামুন মিয়া। সে শেরপুরের মুন্সীরচর হরিণধরা এলাকার মৃত আঃ কুদ্দুছের ছেলে। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় অফিস সুত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুরের হরিণধরা এলাকায় আন্তঃজেলা মাদক কারবারি চক্র বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়বিক্রয় করছে। সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা কারবারিচক্রের সদস্য মামুন মিয়াকে ইয়াবা বহনকারী মোটরসাইকেল ও ইয়াবা ক্রয়বিক্রয়ে ব্যবহার করা মোবাইল জব্দ করে।
এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে।
নোভা