ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আয় বৈষম্য হ্রাস এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে অতি দারিদ্র্র্য বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী।

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ মে ২০২৫; আপডেট: ১৭:৫৯, ১৯ মে ২০২৫

আয় বৈষম্য হ্রাস এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে অতি দারিদ্র্র্য বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকায় পল্লী সমাজসেবা কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অতি দরিদ্র পরিবারগুলোর দারিদ্র্য বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারের প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) জিলুফা সুলতানা। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।


সেমিনারে প্রধান অতিথি বলেন, সরকারের বিবিধ জনবান্ধব উদ্যোগে সার্বিক দারিদ্র্য ক্রমান্নয়ে হ্রাস পাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর ন্যায়বিচার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এ দপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশব্যাপী বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান করছে।

দেশের প্রান্তিক মানুষের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নেও বিবিধ প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষত হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি এবং প্রশিক্ষণ কার্যক্রম উল্লেখযোগ্য। সরকারের এসব প্রকল্পের অন্যতম লক্ষ্য দেশের  অসহায় ও প্রান্তিক মানুষের ন্যূনতম জীবনমান বজায় রাখা। যার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, আয় বৈষম্য হ্রাস এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হচ্ছে।


সেমিনারে  অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন নীলফামারী জেলা সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

রিফাত

×