
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার ‘রোকিয়া’ হত্যা মামলার পলাতক আসামী স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মামলার বিবরণে জানা যায়, গত ০১/০৪/২০২৫ খ্রিঃ তারিখ অনুমান দুপুর এক ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় এজাহারে উল্লেখিত ১নং আসামীর ছেলে মেয়ে কর্তৃক বাদীর বাড়িতে ইট পাটকেল মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে আসামীরা বাদী পক্ষের বাড়িতে দা, লাঠি, রড, পল, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে বাদী ও তার মা ভিকটিম রোকিয়া বেগম এর উপর আক্রমণ করেন। অতঃপর ১নং আসামী তার হাতে থাকা পল দিয়ে ভিকটিম রোকিয়া বেগমকে পেটের বাম পাশে আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায়। পরবর্তীতে গত ০৫/০৪/২০২৫ ইং তারিখ আনুমানিক ১২ ঘটিকার সময় ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল রবিবার (১৮ মে) আনুমানিক রাত ২:৪৫ ঘটিকার সময় হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মামলা নং-১২, তারিখ-০৯/০৪/২৫ খ্রি:, ধারা-১৪৩/৪৪৭/৩০২/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল এলাকার রোকিয়া হত্যা মামলার এজাহার নামীয় ১নং ও ২নং পলাতক আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- বদরুল মিয়া (৩০), পিতা- কিমত আলী, এবং মাফিয়া বেগম (২৮), স্বামী- বদরুল মিয়া, উভয় ধরমন্ডল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
রাজু