ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজে উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী

প্রকাশিত: ২১:১৬, ১৭ মে ২০২৫

ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজে উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী

অদম্য ইচ্ছা শক্তি নিয়ে নিজেকে প্রস্তুত করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই ফলাফর ভাল হবে বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

আজ শনিবার সকালে ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে এসময়  সিনিয়র সাংবাদিক, কবি ও কন্ঠ শিল্পী এসএম, রাজা, বিএনপি নেতা আতাউর রহমান, প্রভাষক আব্দুর রশিদ, প্রভাষক ইসমাইল হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

রাজু

×