ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত 

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ 

প্রকাশিত: ২২:০০, ১৬ মে ২০২৫

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত 

উপজেলায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা চালক নিহত হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৭টার সময় পৌর সদরের ঝালুয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত চালকের কোন পরিচয় পাওয়া যায়নি। দ্রুতগতির একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। 

 

রাজু

×