
ছবি: জনকণ্ঠ
নওগাঁয় গাঁজাসহ আরিফ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫-৪০ হাজার টাকা।
গ্রেপ্তার আরিফ হোসেন (৪৫) বদলগাছী উপজেলার কুশারবাড়ী গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পার-সোমবাড়ী বাজার হতে কীর্তিপুর রোডের চকগোপাল এলাকায় একটি চক্র মাদক কেনা-বেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা সেই এলাকায় বৃহস্পতিবার (১৫মে) সকাল থেকে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে ১ কেজি গাঁজাসহ আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরিফকে গ্রেপ্তার করা হয়। তার নামে পূর্বেও অনেক মাদক মামলা রয়েছে এবং সে গ্রেপ্তারও হয়েছিল। শুক্রবার (১৬ মে) দুপুর ১.৩০ টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাব্বির