ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিয়ের প্রলোভনে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কলেজ ছাত্র গ্রেফতার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ১৬ মে ২০২৫

বিয়ের প্রলোভনে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কলেজ ছাত্র গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মো. মোরসানি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (১৪ মে) দুপুরের দিকে উপজেলার কোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। ধর্ষক মোরসানি উপজেলার কোলা ইউপির কোলা গ্রামের মো. দেলোয়ার হোসেন (ফারুক) এর ছেলে।

জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা কর্মক্ষেত্র টাঙ্গাইলে থাকে। বুধবার বিকালে তার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তক্ষরণ হচ্ছে। তখন স্থানীয় এক ডাক্তারকে দেখানো হয়। ডাক্তার জরুরী ভিত্তিতে মেয়েকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তখন মেয়েকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। এর পর ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

আরো জানা যায়, মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে মোরসানি ধর্ষণ করেছে। মেয়েটি লজ্জায় বিষয়টি কাউকে বলতে পারেনি। গত বুধবার মোরসানি'র বাসায় কেউ ছিল না। এই সুযোগ নিয়ে সে ঐ দিন দুপুরে গল্প করার জন্যে স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। মোরসানি এইচএসসি পড়ুয়া ছাত্র বলে জানা যায় ।

বদলগাছী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রী স্বীকারোক্তি দিয়েছে। তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। এতে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দিয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

রাজু

×