
ছবি- দৈনিক জনকণ্ঠ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দশভূজা বাড়ি মন্দির চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক লিটন চন্দ্র পন্ডিত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার। এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরবর্তীতে জেলা কমিটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় ২য় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এডভোকেট মানেশ চন্দ্র সাহা কে সভাপতি ও নির্মলেন্দু সরকার বাবুল কে সাধারণ সম্পাদক এবং বিদুৎ সরকার কে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন হয়। অতপর সুরঞ্জন পন্ডিত কে সভাপতি ও অসীম সাহা কে সাধারণ সম্পাদক এবং টুকন সরকার কে সাংগঠনিক সম্পাদক করে পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন হয়। নবগঠিত কমিটি আগামী ৭দিনের কমিটির অন্যান্য পদগুলো পূরণ করবেন বলে জানান নব-নিবার্চিত সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা।
উক্ত কমিটির নেতবৃৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সমমর্যাদা, সম-অধিকার নিশ্চিতকরণসহ অসাম্প্রদায়িক উপজেলা ও পৌরসভা গঠনে কাজ করবে বলে জানান নির্বাচিত নেতৃবৃন্দ।
নোভা