ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ, আটক ২

মিজানুর রহমান, সাতক্ষীরা

প্রকাশিত: ২০:১৩, ১৬ মে ২০২৫

শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ, আটক ২

ছবি: দৈনিক জনকন্ঠ

সাতক্ষীরায় একটি মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৮ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) রাতে সদর উপজেলার লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামে একটি মাছের ঘেরে এই মাছ নিধনের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে ঘেরমালিকরা।

ক্ষতিগ্রস্ত মাছের ঘের মালিক জাহাঙ্গীর জানান, “তিনি ও তার অংশীদার চঞ্চল মিলে বিগত তিন বছর ধরে শিবনগর এলাকায় ২৮ বিঘা জমির একটি মৎস্যঘের পরিচালনা করে আসছেন।  বৃহস্পতিবার রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামের ইব্রাহিম ও পলাশ ঘেরে ঢুকে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেয়। এর পরই মাছ ছটফট করে পানির উপরে ভেসে উঠতে শুরু করে এবং ঘেরের সব মাছ মরে যায়।” 

ঘেরের পানিতে গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় রনি ও ইব্রাহিমকে আটক করে পুলিশে দিলেও অভিযুক্ত পলাশ পালিয়ে যায় বলে জাহাঙ্গীর জানান। 

সাতক্ষীরা সদর থানার ওসি শাহিনুল হক জানান, “অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।”

মিরাজ খান

×