ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বজ্রপাতে ফরিদপুরের স্কুল ছাত্র নিহত, জীবিত ভেবে হাসপাতালে প্রেরণ, পুনরায় মৃত ঘোষণা

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৯:১৯, ১৬ মে ২০২৫; আপডেট: ১৯:২০, ১৬ মে ২০২৫

বজ্রপাতে ফরিদপুরের স্কুল ছাত্র নিহত, জীবিত ভেবে হাসপাতালে প্রেরণ, পুনরায় মৃত ঘোষণা

ছবি: সংগৃহীত

বজ্রপাতে ফরিদপুরের ভাঙ্গার দেওড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইমন মোল্লা (১৫) নামের এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে পিতাকে ডাকতে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে।                             

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাত হতে দেখে মাঠে কাজ করতে যাওয়া পিতাকে ডাকতে যায় ইমন। এ সময় ইমনের উপর বজ্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ইমনের লাশ বাড়িতে নিয়ে গোসল করানোর সময় হঠাৎ সে নড়ে চড়ে উঠে—এমন ধারণা করে স্বজনরা তাকে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা এবং পরে জীবিত হওয়ার গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ঐ বাড়িতে মানুষের ঢল নামে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, "ইমনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে সকল পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে জীবিত হওয়ার সংবাদটি আমার কাছেও এসেছে। শুনে আমি অবাক হই। পরে খোঁজ নিয়ে জানতে পারি ইমন মারা গেছে।"     

আসিফ

×